অন্যরকম প্রেমের গল্পে ঈদের নাটক ‘ওয়াদা’

0

অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে রাশেদ ও জুথি নামের দু’টি চরিত্র। যারা নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষ নিঃশ্বাস পর্যন্ত। যেমন প্রেম আজকাল আর মেলে না।

এমন দু’টি চরিত্র এবারের ঈদে দেখা যাবে নিলয় আলমগীর ও সাফা কবিরকে। ‘ওয়াদা’ নামের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here