দেশে বিএমডব্লিউ গাড়ির একমাত্র ডিলার মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মটরস লিমিটেড এ প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে বিএমডব্লিউ সেভেন সিরিজের সপ্তম জেনারেশনের ফ্ল্যাগশিপ গাড়ির মডেল ‘সেভেন থার্টি ফাইভ আই’, যা দেবে একটি অভিজাত লাউঞ্জের প্রশান্তিময় অভিজ্ঞতা।
গত শনিবার ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য আনুষ্ঠানে বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন প্রযুক্তির এ গাড়িটি উন্মোচন করা হয়। গাড়ি চালনায় নতুন অভিজ্ঞতা আনতে ‘সেভেন থার্টি ফাইভ আই’ মডেলের গাড়িটিতে ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দিয়ে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ সমন্বয় ঘটানো হয়েছে, যা অনেকটা নিজস্ব প্রিমিয়াম লাউঞ্জের মতো অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। সেভেন সিরিজের এ গাড়িটিতে ফ্রন্ট ডিজাইনে অন্যান্য গতানুগতিক ব্র্যান্ড থেকে আনা হয়েছে ভিন্নতা।