টটেনহ্যামের সঙ্গে চুক্তি পাকা হলো কুলুসেভস্কির

0

ধারে টটেনহ্যাম হটস্পারে খেলছিলেন দেইয়ান কুলুসেভস্কি। সুইডিশ এই উইঙ্গারের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে জুভেন্টাস থেকে তাকে পাকাপাকিভাবে কিনে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

কুলুসেভস্কির সঙ্গে স্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করার কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে টটেনহ্যাম। ২০২৮ সাল পর্যন্ত দলটির হয়ে খেলবেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, কুলুসেভস্কির ট্রান্সফার ফি কমিয়ে আড়াই কোটি পাউন্ডে রাজি হয়েছে জুভেন্টাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের হয়ে ৫৭ ম্যাচ খেলেছেন কুলুসেভস্কি। ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here