অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আবু জাফর সিদ্দিকী

0

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে বিচারকি কার্যক্রম অব্যহত রাখতে আপিল বিভাগের চেম্বার কোর্টের অবকাশকালীন বিচারক হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

রবিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের স্বাক্ষর করা এ সংক্রান্ত নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

নোটিশের তথ্যমতে, অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ (অবকাশকালীন বিচারক) হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে। বিচারপতি আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন এবং ৫ ও ৬ জুলাই বেলা ১১টা থেকে ভ্যাকেশন জজ (অবকাশকালীন বিচারক) হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here