স্বল্প দৈঘ্য চলচ্চিত্র জলরঙ ‘এ’ ব্যতিক্রমী এক চরিত্রে দেখা যাবে বাবুল মোড়ল কে , জলরঙ গল্পটি এগিয়েছে ভিলেজ পলিট্রিক্স, প্রেম, মান অভিমান, মানুষিক দন্দ নিয়ে, সেখানেই সেই গ্রামের সব চেয়ে প্রভাব শালী এক ব্যাক্তির চরিত্রে দেখা যাবে বাবুল মোড়ল কে, যেই চরিত্র কখনো শান্ত বা আবার কখনো ভীষন জটিল
বাবুল মোড়ল এর চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখবো চিরা চরিত গ্রামের সহজ সরল জীবনের মধ্যেও তাদের ভিলেজ পলিট্রিক্স, টিকে থাকার জন্য জটিল করে তোলা জীবন এর এক অন্য রুপ,