আন্তর্জাতিক অঙ্গনে এখনও শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। আরও একবার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে লুকা মডরিচরা। নেশনস লিগের ফাইনালে আজ রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ক্রোয়াটরা।
নেদারল্যান্ডসের রটারডামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ফাইনাল। এই টুর্নামেন্টে গতবারও ফাইনাল খেলেছিল স্পেন। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের ফলে শিরোপা বঞ্চিত হয়েছিল স্প্যানিশরা। ২০১০ সালের বিশ্বকাপ জিতেছে স্পেন, ২০১২ সালে জিতেছে ইউরো।
অন্যদিকে স্পেনকে খুব কঠিন প্রতিপক্ষ মানছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই কঠিন। স্পেন শক্তিশালী দল।’