ময়মনসিংহের হালুয়াঘাটে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ধারা ইউনিয়নের বাড়ইগাঁও এলাকার কৃষক পশর আলীর জমিতে এ ঘটনা ঘটে।
রবিবার সকালে জমির ফলন্ত কলাগাছ কাটা অবস্থায় দেখে কৃষকের স্ত্রী লাকী আক্তার কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রাও হতবাক কলা গাছের সঙ্গে এমন শত্রুতা দেখে।
কৃষক পশর আলীর স্ত্রী লাকী আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই একদল প্রতিপক্ষ নানাভাবে হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে প্রতিপক্ষরা আমার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি প্রদান করে। আমাদের ক্ষতিসাধন না করতে পেরে রাতের আঁধারে আমার শতাধিক কলা গাছ কেটে ফেলে। আমি এ ঘটনায় থানায় ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করবো।
প্রতিবেশী রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো হয়নি। ঘটনাস্থলে এসে আমরাও হতবাক, বিষয়টি খুবই পীড়াদায়ক। তবে এ ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিক্ষেত্রে কৃষকের ক্ষতিসাধন কোনোভাবেই কাম্য নয়। কৃষিক্ষেত্রকে এগিয়ে নিতে একজন কৃষকের ভূমিকা অপরিহার্য। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি কার্যক্রমের পাশাপাশি সহযোগিতা অব্যাহত থাকবে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।