চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঠিকাদারের ম্যানেজারকে পিটিয়ে বাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের মজুরির ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ম্যানেজার আব্দুল মমিন শাহিন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চর ঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার বাঁধের শ্রমিকদের মজুরি দেয়ার জন্য ৪ লাখ ৭০ হাজার টাকা ছিল। এমন অবস্থায় বিকেল ৩টার দিকে নয়ন ১০-১২ জনকে সাথে নিয়ে এসে বাঁধ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে লোহার রড দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি জ্ঞন হারিয়ে ফেলেন। পরে সন্ত্রাসীরা তার ব্যাগ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আহত আব্দুল মমিন শাহিন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।