ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্রাজিলে নিহত ১১, নিখোঁজ ২০

0

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২০ জন।

রাজ্য কর্তৃপক্ষ নিহত হওয়ার এ সংখ্যা প্রকাশ করেছে। অতি ক্রান্তীয় এই ঘূর্ণিঝড় গত শুক্রবার ওই অঞ্চলে আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া শহরগুলোর একটি ‘কারা’ শহর। সেখানে আট হাজারের বেশি মানুষের বসবাস।

রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে দুর্গত এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, “কারা এলাকার পরিস্থিতি আমাদের অত্যন্ত ভাবাচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করতে হবে এবং কোন মানুষদের সহযোগিতা প্রয়োজন, তা শনাক্ত করতে হবে।”

ক্ষতিগ্রস্ত শহরগুলোর অনেক বাসিন্দা তাদের নিজ নিজ এলাকার ক্রীড়াকেন্দ্রগুলোয় আশ্রয় নিয়েছে। কয়েকটি এলাকায় ভূমিধস হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here