কক্সবাজার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫, এপিবিএন ৮ ও ১৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৯ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন অ্যান্ড গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ব্লক-বি/৪৭, ইস্টের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (২৭), একই ক্যাম্পের ব্লক-বি/৪৮ এর বাসিন্দা আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম (২২), ১০ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৪৫ এর বাসিন্দা শাবত আলীর ছেলে জিয়াবুল (৩১), একই ক্যাম্পের ব্লক-এফ/১০ এর বাসিন্দা শামছুল আলমের ছেলে ওমর ফয়সাল (২৭), একই ক্যাম্পের ব্লক-এফ/৩৩ এর বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৮), একই ক্যাম্পের ব্লক-এফ/৩৩ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে হাফিজ আহমেদ (২৯), একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত আবুল কাদেরের ছেলে মো. জুবায়ের (২৬), একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিক ছালাম (৩১) এবং একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত সিদ্দিকের ছেলে মোহাম্মদ আয়াছ (৩৬) বলে জানা যায়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার রোহিঙ্গা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।