বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই জোটে যোগ দেওয়ার উদ্যোগের প্রশ্নেই ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আর এই যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনকে সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় দেশগুলো। দীর্ঘ ১৬ মাস ধরে চলছে এই যুদ্ধ। এই সময়ে বারবার ন্যাটোর সদস্য পদ চেয়ে আবেদন জানিয়েছে ইউক্রেন। তবে তাতে এখনও পর্যন্ত সাড়া দেয়নি ন্যাটো কর্তৃপক্ষ।
এর মধ্যেই নতুন ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার প্রশ্নে ইউক্রেনের জন্য কোনো শর্ত শিথিল করা হবে না।
ইউক্রেনের সদস্য পদ প্রাপ্তির জন্য ন্যাটো শর্ত শিথিল করবে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, “না। কারণ তাদের একই মান পূরণ করতে হবে। তাই আমি এটি সহজ করতে যাচ্ছি না।”
তিনি বলেন, “আমি মনে করি তারা সামরিকভাবে সমন্বয় করার ক্ষমতা প্রদর্শনের সাথে সম্পর্কিত সবকিছুই করেছে। কিন্তু একটি সমস্যা পুরোপুরি আছে, তাদের ব্যবস্থা কি নিরাপদ? তার কি দুর্নীতিমুক্ত? তার কি সবার মান, ন্যাটোর প্রত্যেকটি দেশের মান পূরণ করতে সক্ষম? আমি মনে করি এটা হবে। আমি মনে করি তারা পারবে। তবে এটি স্বয়ংক্রিয় নয়।” সূত্র: ফ্রান্স২৪, পলিটিকো, দ্য হিল, আনাদোলু এজেন্সি