ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন। গোলও পেয়ে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। তবে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছেন এই তারকা। ইউরো বাছাইপর্বে বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় পর্তুগাল।
ঘরের মাঠ লিসবনে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। তার আগে অবশ্য গোলের খাতা খোলেন বের্নার্দো সিলভা। ৪৪ মিনিটে ফের্নান্দেসের পাস থেকে পর্তুগালকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। এর আগে যদিও সতীর্থের বাড়ানও ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন এই ফরোয়ার্ড।