জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগের নৌকাই বারবার নির্বাচিত হয়েছে। তাই তারা জানে যদি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি দেশে নেই। শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোন দল বাংলাদেশে নেই। তাই তারা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেও নীল নকশা করা হচ্ছে।’
শনিবার সকালে মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপির লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিষ্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালো টাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।’