‘প্রিয়তমা’র প্রথম ঝলকে শাকিব খানের চমক (ভিডিও)

0

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শোনা যাচ্ছে, শুটিং শেষ হওয়ার আগেই এই সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। এর আগে, শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ছবির ফার্স্টলুক।

৩০ সেকেন্ডের এই প্রথম ঝলকে চমক দেখিয়েছেন শাকিব খান, তাকে বেশ অ্যাকশন মুডে দেখা গেছে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটির ফার্স্টলুকে শাকিব ধরা দিয়েছেন স্টাইলিশ রূপে। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে অ্যাশ রঙের কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে। এমন অ্যাকশন অবতারেই দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।

শাকিবের সঙ্গে এই ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here