কিশোরগঞ্জে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সম্মিলিত সাংবাদিক সমাজের আত্মপ্রকাশ

0

সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় মূলধারার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ‘কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার দুপুরে জেলা শহরের হোটেল শেরাটন মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সঞ্চালনায় সভায় ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, আমাদের সময়ের জেলা প্রতিনিধি এডভোকেট শেখ মাসুদ ইকবাল, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রেজাউল হাবিব রেজা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী ‍জুয়েল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি আ. ন. ম তানবীর হায়দার ভূঁইয়া, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় কাজ করার জন্য সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সর্বসম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুকে আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিনকে সদস্য সচিব করে ‘কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here