পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ জাল এবং মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রামের ২৬টি দলের ৭৮ জেলেকে আনুষ্ঠানিকভাবে ১৮ হাজার মিটার জাল বিতরণ করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিববুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইরাস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা প্রমূখ। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
জাল বিতরণ শেষে জেলে পরিবারের মেধাবী তিন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির প্রথম ধাপের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।