ভাই নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান শাহবাজের

0

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবার তার ভাই দেশটির মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে নওয়াজকে দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিতে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানানো হয়েছে। খবর জিও নিউজ ও এনডিটিভির।

জানা গেছে, দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ বৈঠকের মধ্য দিয়ে শাহবাজ আবারও দলের সভাপতি নির্বাচিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বড় ভাই নওয়াজের পাকিস্তানে ফেরার অপেক্ষা করছেন। তারপর তিনি দলের সঙ্গে বৈঠক করে যেন পিএমএল-এনের সভাপতিত্ব তার হাতে ফিরিয়ে দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here