‘বিগ বস’ নিয়ে বিতর্ক এখন স্বাভাবিক ঘটনা। অনেকেই অশ্লীলতার মতো অভিযোগ আনেন এই শো’র বিরুদ্ধে। তবে ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ ক্ষুণ্ণ হতে দেবে না বলে আশ্বস্ত করলেন ‘বিগ বস ওটিটি’ শো’র সঞ্চালক সালমান খান।
টেলিভিশনের পর ওটিটি ‘বিগ বস’ও সামলাবেন মিস্টার খান। এ বিষয়ে সালমান বলেছেন, ‘দর্শকের প্রত্যাশা নিয়ে আমি সচেতন। এমন কিছু এখানে হবে না যাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হয়।’
সালমান বলেছেন, ‘আমি সব সময়ে ‘বিগ বস’ নিয়ে উৎসাহী থেকেছি। বিগ বস ওটিটিতে আসছি এই প্রথম। মনে হয় না এতে সেন্সরের বাড়াবাড়ি থাকবে, তবে যা খুশি তা-ই করা যাবে না। যদি পরিস্থিতি চাপের হয়, আমি নিজেই সামলে নেব। দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ভুললে চলবে না।’
সলমন আরও বলেন, ‘ফারহা খান এবং করন জোহর থাকতে পারেননি বলেই আমায় ‘বিগ বস্ ওটিটি’তে থাকতে হচ্ছে। কোনও খারাপ কিছু বরদাস্ত করব না।’
সূত্র: নিউজ ১৮