নানা আয়োজনে বিশ্বনাথে ঐতিহাসিক ৭ মার্চ পালন

0

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিশ্বনাথ পৌরসভা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, আবৃত্তি, রচনা, বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। পরে পৌরসভার মেয়র মুহিবুর রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদত চেয়ারম্যান মো. নুনু মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here