সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান মাগুড়া জেলার শ্রীপুর থানার কাদিরপাড়া গ্রামের মৃত আবুল কাশেম মল্লিকের ছেলে।
র্যাব-১২ লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, শনিবার ভোররাত দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিল্লুরকে আটক করা হয়।