এবার আফ্রিকার দেশ উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ীদের বিরুদ্ধে মার্কিন ভিসা সীমিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
ম্যাথু মিলার বলেন, উগান্ডায় মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং জাতীয়তা আইনের ধারা ২১২(ক)(৩)(গ) এর অধীনে উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা এর সঙ্গে জড়িত উগান্ডার নাগরিকদের ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে।