ফরিদপুরে কুমার নদের ১০ পয়েন্টে চলছে পরিচ্ছন্নতা অভিযান

0

ফরিদপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। 

পরে ফরিদপুরের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ কুমার নদে থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার কাজে অংশ নেয়। কুমার নদের প্রতিমা বিসর্জন ঘাট থেকে শুরু করে ৫ কিলোমিটার এলাকাজুড়ে চরকমলাপুর ব্রিজ পর্যন্ত ১০টি পয়েন্টে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে কুমার নদের সকল অংশজুড়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। 

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, পরিচ্ছন্নতা অভিযানের পর কুমার নদে কেউ ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নদীর দুইপাড়ে অবৈধ দখলে থাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবী ছিল কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা ও নদের পানি ব্যবহারযোগ্য করে তোলা। এ কার্যক্রমের ফলে অচিরেই কুমার নদ তার হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করছে ফরিদপুরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here