টেকনাফে অপহরণের পর তিন বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

0

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিন বন্ধুকে হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এরমধ্যে টেকনাফ থানা পুলিশ ভুক্তভোগী মো. রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভুক্তভোগীদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ মডেল থানার পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here