অদ্ভুত সাজ-পোশাক আর নানা রকম মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থাকেন ভারতের মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। এই সাজপোশাকই মাঝেমধ্যে বিপদে ফেলে উরফিকে। এবারও তেমন কাণ্ডই ঘটলো।
সম্প্রতি এক ভক্তের সাথে সেলফি তুলতে গিয়ে পোশাক বিড়ম্বনায় হুমড়ি খেয়ে পড়ে যান উরফি। তবে যার জন্য তার এই দুরবস্থা, সেই ভক্ত কিনা তাকে কোনো রকম সাহায্য না করে ঠাঁয় দাঁড়িয়ে থেকেছে!
ভক্তের এমন কাণ্ডে অনেকে চটলেও কেউ কেউ মনে করছেন ওই মুহূর্তে ঠিক কী করা উচিত সেই সিদ্ধান্ত নিতে পারেননি ওই ব্যক্তি।