পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামে জান্নাতি (২৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে নির্মমভাবে কুপিয়েছে তার শ্বশুর।
শুক্রবার দুপুরে নিজ বাড়িতে স্বামী রিপন শেখ এবং শাশুড়ি লাইলী বেগমের সহায়তায় গৃহবধু জান্নাতিকে কুপিয়ে জখম করে তার শ্বশুর মান্নান শেখ। বর্তমানে সে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদ মো. হোসেন জানায়, ঘটনার পর পুলিশ গৃহবধু জান্নাতির স্বামী রিপন এবং শ্বশুর মান্নানকে আটক করেছে।