হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ ‘এ’ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের সাথে পয়েন্ট ভাগাভাগি করার পরও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার ছিল গ্রুপপর্বে জুনিয়র টাইগ্রেসদের তৃতীয় ও শেষ ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ সময় ধরে খেলা শুরুর জন্য অপেক্ষায় ছিলেন ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়নি।
গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ১ জয় ও ২টি পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। একই অবস্থা শ্রীলংকার ‘এ’ নারী দলেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। গ্রুপ রার্নাস-আপ হয়ে সেমিতে খেলবে শ্রীলংকা।
‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের খেলা শেষে সেমিফাইনালের চূড়ান্ত লাইন-আপ নির্ধারিত হবে। আগামী ২১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।