‘ইন্ডাস্ট্রির সব কিছু ভালো নয়, এটা জেনেই এসেছিলাম’

0

বলিউডে বিভাজন ও স্বজনপোষণ সমস্যা নিয়ে এর আগেও একাধিক তারকা মুখ খুলেছিলেন। ফাঁস করেছিলেন কিছু অপ্রিয় সত্য। সম্প্রতি ইন্ডাস্ট্রির নেতিবাচকতা নিয়ে কথা বললেন অভিনেত্রী তাপসী পান্নু। আগেও অবশ্য বেশ কিছু খারাপ অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, অভিনয় জগতে দশ বছর পূর্ণ করে সরব অভিনেত্রী। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বলিউডে দলবাজি তো চিরকালই রয়েছে। সবাই জানে।’

তবে যারা তারকাসন্তান নন, তাদের যে টিকে থাকতে অনেক লড়াই করতে হয়, তা স্বীকার করে নিয়েছেন তাপসী। অভিনেত্রী বলেন, ‘আমি এটা জেনেই এসেছিলাম যে, ইন্ডাস্ট্রির সব কিছু ভাল নয়। এখানে যে পক্ষপাতিত্ব বা স্বজনপোষণ রয়েছে, সে তো জানাই ছিল। আমি খারাপ কিছুর জন্যই প্রস্তুত ছিলাম আগে থেকে। পরে অভিযোগ করব, এমন নয়।’

তাপসীর দাবি, সব সময় পরিস্থিতি প্রতিকূল থাকবে- এটা জেনেই ইন্ডাস্ট্রিতে পা রাখা ভালো। পরে জটিলতায় পড়ে কাউকে দোষ দেয়া উচিত নয়। তাপসীর বক্তব্য, খেলার দুনিয়া ছাড়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব তো সব জায়গাতেই অল্পবিস্তর রয়েছে।

অভিনেত্রীর পরামর্শ, ‘ইন্ডাস্ট্রির অংশ হতে গেলে প্রথমে দরজায় একটা পা রাখতে হবে। সেটা করতে পারলে লড়াই করে নিজের উপস্থিতি জানান দিতে হবে। একটা ছবি সফল হলেই দশ বছরের জন্য হিল্লে হয়ে গেল; এমন নয় ব্যাপারটা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here