ধ্বংসের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

0

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। যা ধ্বংসের চিহ্ন রেখে গেছে ভারতের উপকূলীয় এলাকাগুলোতে। ওই এলাকাগুলোতে বাড়িঘরের ছাদ উড়ে গেছে, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎহীন রয়েছে দেশটির এক হাজারটি গ্রাম। এতে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। খবর এপি নিউজের

ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে আঘাত হানার পর বিপর্যয় এখন যাচ্ছে আরেক রাজ্য রাজস্থানের দিকে। প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটে বিপর্যয় আঘাত হানার পর বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ে রাজ্যটিতে অন্তত ২২ জন আহত হয়েছেন। এছাড়া ঘূর্ণিঝড়টি রাজস্থানের দিকে এগোচ্ছে এবং সন্ধ্যা নাগাদ এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে গুজরাট রাজ্যে আঘাত হানার সময় প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সৃষ্টি হয়। রাজ্যের কর্মকর্তাদের মতে, গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪ টিরও বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। একইসঙ্গে বিপর্যয়ের আঘাতের পর প্রায় ৯৪০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে রাজ্যটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here