জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা।
শুক্রবার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।