ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাতে লণ্ডভণ্ড গুজরাট

0

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বৃহস্পতিবার আঘাত হেনেছে ভারতের গুজরাট উপকূলে। অতি প্রবল এই ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওই রাজ্যে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ভেঙে পড়েছে পাঁচ শতাধিক গাছ। আর বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক হাজার গ্রাম।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে তাণ্ডব চালিয়ে বিপর্যয় এখন ধেয়ে যাচ্ছে আরেক রাজ্য রাজস্থানের দিকে।

ভারতীয় আবহাওয়া অফিস সর্বশেষ বুলেটিনে বলেছে, “বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় বিপর্যয় নালিয়া থেকে ৩০ কিলোমিটার উত্তরে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে কেন্দ্রীভূত অবস্থায় ছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে এবং শুক্রবার ভোরে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এছাড়া এটি এদিন সন্ধ্যার দিকে দক্ষিণ রাজস্থানের ওপরে নিম্নচাপে পরিণত হবে।”

জানা গেছে, গুজরাট রাজ্যে আঘাত হানার সময় প্রবল বৃষ্টির সাথে দমকা হাওয়ার সৃষ্টি হয়। রাজ্যের কর্মকর্তাদের জানিয়েছেন, গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টিরও বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। একইসঙ্গে বিপর্যয়ের আঘাতের পর প্রায় ৯৪০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

তবে রাজ্যটিতে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জাখাউ বন্দরের কাছে ঘণ্টায় ১২৫ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঁছড়ে পড়ে বিপর্যয়। তবে এর কয়েক ঘণ্টা পরে শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড়টি।

ভারতীয় আবহাওয়া অফিসের প্রধান ডা. এম মহাপাত্র বলেছেন, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে ১৬ এবং ১৭ জুন রাজস্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here