গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যানের চাপায় রাহাত (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রাহাত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাওনা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।