কেবল সম্মানের সাথে লড়াই করতে চান আফগান কোচ!

0

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৩৭০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানরা।

তিনি বলেন, হ্যাঁ (প্রায় অসম্ভব), এটা কঠিন হতে চলেছে। পিচ যেভাবে আচরণ করছে তাতে এটা আসলেই অনেক কঠিন। আপনি কেবল কিছুটা গর্বের জন্য এবং নিজেদের সামর্থ্য দেখানোর জন্য লড়াই করতে পারেন।

তবে প্রধান কোচ ট্রটের কাঠগড়ায় অবস্থান করছেন আফগান ব্যাটাররা। কেননা দলটির হয়ে বলার মতো তেমন ইনিংস উপহার দিতে পারেননি কোনো ব্যাটার। তাই ব্যাটারদের কিছুটা সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন ট্রট। এছাড়া ঢাকায় পৌঁছে টাইগারদের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার বিষয়টিও সামনে আনেন তিনি। যে কারণে ম্যাচে এর প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি। 

ট্রট বলেন, আমার মনে হয় আমরা কিছু এলোমেলো শট খেলেছি। আমার মনে হয় ক্রিকেটারদের খেলা নিয়ে সচেতনতার অভাব রয়েছে। আপনি টেস্ট ম্যাচ ও প্রথম শ্রেণির না খেললে তাতে মরিচা ধরে। এমনটা হতেই পারে। অবশ্য আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here