ভিনিসিয়াসের নেতৃত্বে ফিফার বর্ণবাদবিরোধী কমিটি

0

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বে ফিফার বর্ণবাদবিরোধী কমিটি গঠন করা হয়েছে। খেলোয়াড়দের নিয়ে গঠিত এই কমিটি বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর শাস্তির পরামর্শ দেবে।

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা রয়টার্সকে এতথ্য নিশ্চিত করেছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো থেকে শুরু করে অনেকেই ভিনিকে সমর্থন করে নিজেদের অবস্থান জানান। সেই ধারাবাহিকতায় এবার ফিফার বর্ণবাদবিরোধী কমিটির প্রধান বানানো হয়েছে তাকে।

ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়াসের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি বলেছেন, ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। এটা হলেই ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। অনেক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here