ফুলপুরে শ্রেষ্ঠ প্রবীণদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও হুইল চেয়ার বিতরণ

0

ময়মনসিংহের ফুলপুরে শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ প্রবীণ সন্তান ও বীরাঙ্গনাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামে গ্রামাউসের সমৃদ্ধি শাখায় এ কর্মসূচি পালিত হয়। গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে ২ জন বীরাঙ্গনাসহ মোট ৫ জন প্রবীণ সদস্যকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও ৪ জন প্রবীণ সদস্যের মাঝে ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ সম্মাননার আয়োজন করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন উপজেলার ফতেপুর গ্রামের বীরাঙ্গনা ময়মনা খাতুন, পশ্চিম বাখাই গ্রামের বীরাঙ্গনা সুরবালা রানী বিশ্বাস, প্রবীণ সদস্য বাতিকুড়া গ্রামের মো. গিয়াস উদ্দিন, ফতেপুর পূর্ব গ্রামের উসমান গনী ও নগুয়া গ্রামের মো. আব্দুল আজিজ ফকির। এছাড়া সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ ৫ জন প্রবীণ সন্তান সদস্য হলেন ঠাকুর বাখাই গ্রামের মো. মোফাহারুল ইসলাম তালুকদার, পশ্চিম বাখাই গ্রামের মো. মাসুদ পারভেজ তালুকদার রুবেল, নগুয়া গ্রামের মো. খোরশেদ আলম মীর খোকন, ঠাকুর বাখাই গ্রামের মো. মামুন মিয়া ও শিলপুর গ্রামের কাওছার আক্তার কাকলী। তাছাড়া হুইল চেয়ার প্রাপ্তরা হলেন উপজেলার আলোকদী গ্রামের মো. হাছেন আলী, বাতিকুড়া গ্রামের হালিমা খাতুন শুক্কুরি, মধ্যনগর গ্রামের মোহাম্মদ আলী জজ মিয়া ও নগুয়া গ্রামের কিতাব আলী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here