কাতারে বাংলাদেশ দূতাবাসের (শ্রম) মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের কর্মকালের মেয়াদ বৃদ্ধির জন্য গণস্বাক্ষর সম্বলিত আবেদন জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
গত মঙ্গলবার দুপুরে কাতার সরকারের বিশিষ্ট গবেষক কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলামের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদন হস্তান্তর করেন।