খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

0

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালার কবাখালী অংশে পাথরবোঝাই ট্রাক  দুর্ঘটনার কবলে পড়লে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ব্রিজ ভেঙে যাওয়ায় দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দীঘিনালা থানা বাজারের বিকল্প সেতু দিয়ে যাত্রীবাহী ছোট পরিবহন চলাচল করছে। সরু সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে দুইপারের লোকজন।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত সড়কটি সেনাবাহিনীর ইসিবি কোর দেখা-শোনা করে। যদি সেনাবাহিনী থেকে সওজের কাজে কারিগরি কোনো সহযোগিতা লাগে তাহলে দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here