চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে বেইজিং কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে শি জিনপিং এই মন্তব্য করেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী শুক্রবার পর্যন্ত চীনে অবস্থান করবেন।
শি জিনপিং বলেন, আজ (বুধবার) আমরা যৌথভাবে চীন-ফিলিস্তিন কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ঘোষণা দিব। দ্বিপাক্ষিক সম্পর্কে এটি একটি মাইলফলক হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করতে মাহমুদ আব্বাস সোমবার চীনে পৌঁছান।