বাংলাদেশ এসোসিয়েশন অব স্যান এ্যান্তোনিয়োর (বাসা) উদ্যোগে টেক্সাস স্টেটের স্যান এ্যান্তোনিয়ো সিটিতে অনুষ্ঠিত হলো জমজমাট এক সমাবেশ। ১০ জুন এই সমাবেশের মধ্যমনি ছিলেন বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি এবং হায়দার হোসেন।
এ এলাকায় এটিই ছিল এ দু’জনের প্রথম উপস্থিতি, তাই কমিউনিটির সকল বয়সী মানুষের সমাগমে পুরো আয়োজনটি জমে উঠেছিল। বাসা’র কর্মকর্তা এ এস এম ফেরদৌস এর আয়োজনের সফলতায় উচ্চ্বাস প্রকাশ করে বলেন, এমন একটি বিশেষ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে বাসা’র সকলেই অভিভূত। কারণ, অনুষ্ঠানটি শুধু বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিকে উপস্থাপনই করেনি, একইসাথে প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার ক্ষেত্রেও অন্যতম একটি অবলম্বনে পরিণত হয়েছিল। গান এবং কথার জাদুতে সকলেই আপ্লুত হয়েছেন। পরিবেশিত হয় সব ধরনের সঙ্গীত। জীবন-ঘনিষ্ঠ গানগুলোকে বিপুল করতালিতে অভিনন্দিত করেছেন সকলে। একইসাথে বাংলা সঙ্গীতের সকল ধারায় অত্র অঞ্চলের প্রবাসীদের আন্তরিক আগ্রহের ভূয়সী প্রশংসা করেছেন হায়দার ও মুন্নি।