রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তাদের থেকে ২টি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরীো হলেন- আবু বক্কর ও সাদ্দাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তিনি আরও বলেন, আটক দুই রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।