সুইডেন নিয়ে ‘আন্তর্জাতিক চাপ’ পাত্তা দিচ্ছে না তুরস্ক

0

সুইডেনকে ন্যাটোর সদস্য করতে পশ্চিমা বিশ্ব তুরস্ককে চাপ প্রয়োগ করছে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক চাপ পাত্তা দিচ্ছেন না ।

আল জাজিরার খবর অনুসারে, পশ্চিমা কর্মকর্তারা ভেবেছিলেন, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোয়ান তার সুর নরম করবেন। কিন্তু সে রকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর বুধবার এক বিবৃতিতে বলেছে, সুইডেনের ন্যাটোর সদস্য প্রত্যাশা আছে। সুতরাং, তার মানে এই নয় যে, আমরা এটি মানতে বাধ্য। বরং সুইডেনকে তার বাধ্যবাধকতা পালন করতে হবে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর নিরাপত্তাশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো জোটের অনেক সদস্যদেশ এ উদ্যোগকে স্বাগত জানায়। তবে তুরস্ক বলে আসছিল, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তাদের আপত্তি রয়েছে। এ উদ্যোগে বাধা দেবে আঙ্কারা। শেষ পর্যন্ত ফিনল্যান্ডকে অনুমোদন দিলেও সুইডেন অনুমোদন দেয়নি তুরস্ক। ন্যাটোর সদস্য হতে জোটের সকল সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here