‘ডিজিটাল ফর গুড’ স্টার্টআপের নতুন সিবিও অয়ন রহমান

0

‘অ্যাডটেক’ এবং ‘মারটেক’ সল্যুশন বিষয়ে বিস্তৃত সেবাপ্রদানকারী স্টার্টআপ কোম্পানি ‘ডিজিটাল ফর গুড (ডিএফজি)’ প্রতিষ্ঠানটির নতুন  ‘চিফ বিজনেস অফিসার (সিবিও)’ হিসেবে নিয়োগ পেলেন অয়ন রহমান। তিনি ডিএফজি’র ব্যবসায়িক কৌশলে নতুন আঙ্গিক প্রদানের পাশাপাশি, অংশীদারিত্ব তৈরি এবং বাজারে কোম্পানির উপস্থিতি বিস্তৃতিতে ভূমিকা রাখবেন।

ডিএফজি’র চিফ বিজনেস অফিসার অয়ন রহমান বলেন, এখানে যোগদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। মেধাবীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিনব উদ্ভাবন, অসাধারণ ফলাফল প্রাপ্তি ও ক্লায়েন্টদের মূল্যবান অভিজ্ঞতা উপহার দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here