জাতীয় সংসদের ১৯০ (ঢাকা-১৭) আসনের আসন্ন উপ-নির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর আজ বুধবার জিএম কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।