জেলে বসেই জ্যাকুলিনকে যে প্রতিশ্রুতি দিলেন সুকেশ

0

সুকেশ চন্দ্রশেখর এই মুহূর্তে ভারতের তিহাড় জেলে বন্দি। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ চন্দ্রশেখর! তাকে বিয়েও করতে চেয়েছিলেন জ্যাকুলিন। তার মাঝেই সব কিছু কেমন ওলট-পালট হয়ে গেল, ২০০ কোটি রুপির আর্থিক তছরূপের মামলায় জেলবন্দি এই ‘কনম্যান’। 

দিন কয়েক আগে জ্যকুলিনের জন্য তিহাড় জেল থেকে বার্তা পাঠান সুকেশ। এবার দোল উৎসবে লম্বা চিঠি লিখলেন জ্যকুলিনকে। ‘বেবি গার্ল’ বলে সম্বোধন করলেন অভিনেত্রীকে। চিঠিতে কী এমন বিশেষ বার্তা দিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রীকে।

প্রতারণাকাণ্ডের তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে। সেই সময় অবশ্য চন্দ্রশেখরের বিরুদ্ধে আদালতে মুখ খোলেন জ্যাকুলিন। অভিনেত্রী বলেন, “আমার আবেগের সঙ্গে খেলা করেছে, আমার জীবন নরকে পরিণত করে দিয়েছে।”

বারবার সুকেশের কারণে অভিনেত্রীকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। জমা ছিল তার পাসপোর্ট। বিদেশ যাত্রায় ছিল নিষেধাজ্ঞা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here