বরুণ-জাহ্নবীর ‘বাওয়াল’ মুক্তি পাবে ওটিটিতে?

0

বর্তমানে বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বড়পর্দায় জুটি বাঁধছেন হালের আকের জনপ্রিয় উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে। তাদের অভিনীত ‘বাওয়াল’ ছবির কাজ চলছে। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। ছবির মুক্তির তারিখ আগেই পরিবর্তন করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ‘দাঙ্গাল’ খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।

একাধিক সূত্রের খবর, এই ছবির বিষয় কিছুটা অন্য ধরনের। সাধারণ কমার্শিয়াল মনোরঞ্জক ছবির মতো এ ছবির বিষয় নয়। তাই ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ছবিটি ওটিটির জন্যই উপযুক্ত।

আরও জানা গেছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তার অভিনেতা ও অভিনেত্রী বরুণ ও জাহ্নবীর সঙ্গে আলোচনা করেন এবং সবাই একই সিদ্ধান্তে এসে পৌঁছনোর পরই ওটিটিতে মুক্তির কথা ভাবা হয়েছে। পুরো টিমেরই বিশ্বাস ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের মন জয় করবে ‘বাওয়াল’।

ওই সূত্রের আরও খবর, চলচ্চিত্রটি গতিশীল একটি কবিতা এবং এটি ডিজিটাল মাধ্যমে আরও ব্যাপকভাবে দর্শকের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে সম্ভব হতো না। ধারণাটি হলো ‘বাওয়াল’-এর সঙ্গে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানো এবং অ্যামাজন তার জন্য উপযুক্ত সঙ্গী।

এর আগে গত ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাওয়াল’ ছবি। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। ভিএফএক্সে দেরি হওয়ার কারণে এই ছবির মুক্তির তারিখ পেছানো হয় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here