ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পেলেন মাসুদ

0

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। 

নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

তার আবেদনের পর শুরুতে আউট দেননি আম্পায়ার পল রাইফেল। এরপর আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী রিভিউর আবেদন করেন। আল্ট্রা-এজে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে জাকিরের ব্যাট একটু করে ছুঁয়ে গেছে। ফলে কিছু সময়ের বিরতির পর দলে ফেরাটা সুখকর হলো না বাঁ-হাতি এই ওপেনারের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here