ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না মেসি

0

ফিফা উইন্ডোর অংশ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন চীনে। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেইজিংয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম আলবিসেলেস্তে। এর মধ্যেই খবর, এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  

চীন সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় না গিয়ে অবকাশ যাপনে যাবেন মেসি।

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই তার সঙ্গে চুক্তি করতে পারবে মায়ামি। তাই সব ঠিক থাকলে তিনি জুনের পর ক্লাবটির হয়ে খেলতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন মেসি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here