২০২৫ সালে ম্যানচেস্টার সিটির সাথে কোচ পেপ গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন চুক্তিতে আর স্বাক্ষর না করার ইঙ্গিতই দিয়েছেন গার্দিওলা।
৫২ বছর বয়সী গার্দিওলা এখনো তার ভবিষ্যত নিয়ে কোন সিদ্ধান্ত নেননি। কিন্তু আরো দুই মৌসুম পর ইতিহাদ স্টেডিয়ামের সাথে সম্পর্ক শেষ করার বিষয়টি প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এরপর হয়তোবা জাতীয় কোন দলের দায়িত্ব নিতে পারেন গার্দিওলা। এর আগে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাথে তার আলোচনার গুঞ্জন শোনা গেছে।
২০১৬ সালে সিটির দায়িত্ব নেবার পর ইতোমধ্যেই দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন এই ক্লাবে। যে কারণে আগামী গ্রীষ্মে নতুন করে আর চুক্তি বৃদ্ধির বিষয় নিয়ে তিনি ভাবছেন না। আগামী বছর তার সিটির দায়িত্বে অষ্টম বছর হবে। এর আগে চার বছর বার্সেলোনায় ও তিন বছর বায়ার্নের দায়িত্ব পালন করেছেন।
যদিও সিটি এখনো গার্দিওলার ব্যাপারে আশা ছাড়েনি। তবে তারা গার্দিওলার সিদ্ধান্ত শ্রদ্ধা জানানোর কথা জানিয়ে দিয়েছে।
ম্যান সিটির কোচ হিসেবে গার্দিওলা ১২টি বড় শিরোপা জয় করেছেন। এর মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০১৯ সালে তার অধীনে সিটি ইংলিশ ট্রেবলের পর এ বছর প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল জয় করে।
২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো সিটির কোচ হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে নিয়েছেন গার্দিওলা।