ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইতালি ও ইউরোপীয় দেশের আইনের ওপর মৌলিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেদের প্রবাসে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে ইতালির টিএমএম।
ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী নারী উদ্যোক্তা ও ইউরোপের বিভিন্ন চ্যানেলের প্রবাসী গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন টিএমএম এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বোরহান, চেয়ারম্যান শান্তা সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামিদুল ছাত্তার ও মোহাম্মাদ ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক পিয়াল। টিএমএমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের কেক কাটা হয়।
ইতালিতে টিএমএম পরিবার-ই প্রথম বাংলা ভাষায় কীভাবে ঘরে বসে অনলাইনের মধ্যে ক্লাস করে ইতালি ও ইউরোপিয়ানভুক্ত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় এবং বিষয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন কোর্সে অংশগ্রহণ করে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভাই- বোনেরা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের ড্রাইইভিং লাইসেন্স হাতে পেতে সক্ষম হয়েছে।
ইতালির পাশাপাশি ইউরোপীয় দেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে যা টিএমএম পরিবারের একটি অন্যতম উদ্যোগ।