মেক্সিকো সীমান্তে ৪ মার্কিন নাগরিক অপহৃত, দাবি এফবিআই’র

0

মেক্সিকোর সীমান্ত পাড়ি দেওয়ার সময় অপহরণের শিকার হয়েছেন চার মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ দাবি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে তামাউলিপাস রাজ্যের মাতামরোস সীমান্ত অতিক্রম করছিলেন ওই চার মার্কিন নাগরিক। এ সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাদের অন্য একটি গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাটি তদন্ত করছে মার্কিন ও মেক্সিকান গোয়েন্দারা। 

অপহৃত মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করেনি এফবিআই। তবে যে মিনিভ্যানে করে তারা ভ্রমণ করছিলেন সেটির লাইসেন্স প্লেটে নর্থ ক্যারোলাইনা রাজ্যের নাম রয়েছে। 

প্রসঙ্গত, অনিয়িন্ত্রত অপরাধী কার্যকলাপের কারণে নাগরিকদের মেক্সিকোর কয়েকটি রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তামাউলিপাস সেগুলোর একটি। এ রাজ্যটি অপহরণ এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিশেষভাবে আলোচিত। সূত্র: সিএনএন, সিবিএস নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here