প্রায় ১৩ বছর ধরে বন্ধ থাকা খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত সালফার (ম্যাচে ব্যবহৃত বারুদ) গোডাউনে আগুন লেগেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের কারণে সৃষ্ট ধোয়ায় নগরীর লবনচরা, রূপসা, টুটপাড়া, দোলখোলা, সাউথ সেন্ট্রাল রোড, হাজী মহসিন রোড, ডাকবাংলা মোড়সহ প্রায় তিন কিলোমিটার এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, লোকসানের অজুহাতে ২০১০ সালের ১৮ আগস্ট বন্ধ হয়ে যায় খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি। সেই থেকে সালফার রাখা কক্ষটিও পরিত্যক্ত রয়েছে। তবে কক্ষটিতে কি পরিমাণ সালফার ছিল জানা যায়নি।